হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জের পৌরসভার বলাখাল বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ মে রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তাদের স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বলাখাল বাজারের মডার্ণ স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মিতু ফার্মেসিকে ৫ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার জরিমানা করা হয়েছে।
অভিযানে ওই সময় জেলা পুলিশের এসআই মিজানুর রহমান এবং তার একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।