ক্রীড়া প্রতিবেদক
আবুধাবি টি-১০ টুর্নামেন্টে বাংলা টাইগার্সের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যদিও নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটের হার নিয়েই তার দলকে মাঠ ছাড়তে হয়।
আগে ব্যাট করতে নেমে ৬৬ রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স। দ্বিতীয় ওভারে দুই উইকেট হারানোর পর পঞ্চম ওভারেও জোড়া আঘাতের শিকার হয় তারা। ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ৮ রান করে আউট হন। আর মাত্র ১ রান করে ফেরেন মোহাম্মদ শাহজাদ।
ইফতিখার আহমেদ ফেরেন ৩ রান করে। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে মাত্র ১ রান আসে। এরপর পঞ্চম উইকেটে দাসুন শানাকার সঙ্গে ১৮ রানের জুটি গড়েন সাকিব। শানাকা ২২ রান করে ফেরেন।
সাকিবের ব্যাট থেকে এসেছে ১৯ রানের ইনিংস। মাথিশা পাথিরানাকে একটি ছক্কাও মারেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সঙ্গে একটি চারও মেরেছিলেন তিনি। মাঝে রশিদ খান ও লুকমান ফয়সালের উইকেট হারানোর ফলে রান তুলতে পারেনি দলটি।
সাকিব চতুর্থ ওভারে আক্রমণে এসেই দুটি উইকেট তুলে নেন। বিনিময়ে দেন মাত্র ১ রান। এ ছাড়া একটি উইকেট নেন ইমরান খান। এর বাইরে রশিদ খান ও লিভিংস্টোনরা প্রতিপক্ষের রান আটকাতে পারেননি। ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে নিউইয়র্ক।