নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৬ জন।
১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮৫৭ জন। এদের মধ্যে ঢাকায় ৪৩২ জন এবং ঢাকার বাইরে ৪২৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র: বাসস