বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনমানুষকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অত্যন্ত চমৎকার একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি মনোমুগ্ধকর হয়ে উঠে।
সেরা জাতি হিসেবে পৃথিবীতে মানুষকে প্রেরণ করে মহান আল্লাহ মানুষের জন্য এই জমিনে মহা মূল্যবান কিছু দায়- দায়িত্ব দিয়েছেন।
প্রিয় এলাকাবাসীকে এই বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন শাহরাস্তি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, শাহরাস্তি দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী।
বিশেষ আলোচনায় ছিলেন জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য,উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া এবং উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর সালাউদ্দিন গাজী।
রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলহাজ্ব ওবায়দুল হক এর সভাপতিত্বে ২নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় ওলামা দায়িত্বশীল হাফেজ নুরুল ইসলাম এর মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াতের পর ওয়ার্ড সভাপতি মাষ্টার জহিরুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশটি শুরু হয়।
এতে আলোচকবৃন্দ বলেন, ইসলাম মানুষের জন্য একমাত্র পথ, কোরআন একমাত্র জীবন বিধান, মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) একমাত্র আদর্শ নেতা। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানুষকে আল্লাহ রাসুলের আনুগত্যের সীমায় থাকতে হবে। না হয় পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূত হতে হবে। তাই সকল মানুষকে আল্লাহর বিধানের আলোকে জীবন গঠনের জন্য উদ্বুদ্ধ করেন।
পরিশেষে দোয়া-মুনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।