বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের দুটি আসনেই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হল ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার।সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।তিনি চাঁদপুর-৩(সদর- হাইমচর) ও চাঁদপুর -৪( ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
চাঁদপুর-৩( সদর- হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ডা. দীপু মনি ও অপরদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন সাংবাদিক শফিকুর রহমান।
প্রসঙ্গত,ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।