চাঁদপুরের শাহরাস্তিতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ৪ শত ৮০ জনকে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত ১ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী ২০২৪ ইং পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭ টি পিজি সমিতি ( প্রডিউসার গ্রুপ) প্রতি গ্রুপে ৪০ জন করে ১২ টি গ্রুপে ৪ শত ৮০ জন সদস্য ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এ.কে, এম হুমায়ুন কবির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জৌতিময় ভৌমিক, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মানিক মিয়া ও মেহার ডিগ্রি কলেজের প্রভাষক নাঈম উদ্দিন প্রমুখ।