শাহরাস্তিতে ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ শিখন কার্যক্রমে শিক্ষা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলতে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ,নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি বক্তব্য বলেন, করোনা এখন পৃথিবীতে থেকে যায়নি। তাই এ বিষয় সব সময় সর্তক থাকতে হবে।ওই হিসেবে ইউনিসেফের স্পন্সরে শাহরাস্তিতে ২৯ টি মাধ্যমিক বিদ্যালয় এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের উপস্থিতে উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, মেহের উবির প্রধান শিক্ষক সঞ্জিত সরকার, নিজ মেহের পাইলট উবির প্রধান শিক্ষক আজাদ হোসেন, পঞ্চনগর উবির প্রধান শিক্ষক আব্দুর রহিম, দেবকরা ডঃ মোঃ শহিদুল্লাহ মারগুবা উবির প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উঘারিয়া উবির প্রধান শিক্ষক রহমতুল্লাহ বিএসসি, নোয়াগাঁও উবির প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, ফটিকখিরা উবির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজয়পুর উবির প্রধান শিক্ষক মনির হোসেন, সুয়াপাড়া জিকে উবির প্রধান শিক্ষক আক্তার হোসেন, মাধ্যমিক অফিসের কর্মকর্তা মাঈনুদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন