নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শান্তিনগরে শ্রমিক নেতাকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ও তার গৃহকর্মী মো. রুবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ডিবি জানিয়েছে, গত রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার বিকেলে কর্ণফুলী গার্ডেন সিটির কাছে অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে আহত হন মানিক (৪৫)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মানিক।
গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু ও তার গৃহকর্মী মো. রুবেলকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।
কর্ণফুলী গার্ডেন সিটি পার হওয়ার সময় মানিক গুলিবিদ্ধ হন বলে প্রাথমিকভাবে বাচ্চু এমন দাবি করলেও পুলিশ কর্ণফুলী ও আশপাশের এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পায়নি।
ডিবি কর্মকর্তা মিশু বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মানিককে বাচ্চুর বাসায় আহত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে বাচ্চু রুবেলের ওপর দোষ চাপানোর চেষ্টা করেন। বাচ্চু বলেছেন, রুবেল আগ্নেয়াস্ত্র পরিষ্কার করছিলেন, তখন ঘটনাক্রমে গুলি লাগে।
প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বাচ্চু ও রুবেলকে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে রিমাণ্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে জানিয়ে মিশু বিশ্বাস আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা উদঘাটন হবে।