Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

নাবিকদের রাখা হয় অস্ত্রের মুখে, ডলারের বস্তা পেয়ে গভীর রাতে গা ঢাকা দেয় দস্যুরা

সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া এমভি আব্দুল্লাহর পাশ দিয়ে উড়ে যায় একটি বিমান। চক্কর দিতে থাকে জাহাজের আশেপাশে। এসময় ২৩ নাবিককে জাহাজের ডেকে নিয়ে এসে এক লাইনে দাঁড় করায় দস্যুরা। পেছন থেকে নাবিকদের দিকে অস্ত্র তাক করে ছিল দস্যুরা।

এরপর বিমান থেকে নাবিকদের হাত নাড়তে ইশারা করা হয়। নাবিকরা হাত নাড়ানোর পর বিমান থেকে একে একে তিনটি বস্তা ফেলা হয়। বস্তা পেয়ে উল্লাস করতে থাকেন জলদস্যুরা। মূলত ঐ বস্তায় ছিল জলদস্যুরদের দাবি করা মুক্তিপণের ডলার। মুক্তিপণ পাওয়ার পর জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। এরপর সোমালিয়া উপকূল ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।

৩১ দিন পর জিম্মি দশা থেকে মুক্ত হওয়া একাধিক নাবিক পরিবারের সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমালিয়ার সময় গতকার শনিবার রাত ১২টা ৮ মিনিটে জাহাজ থেকে দস্যুরা নেমে যায়। এরপরই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। এ সময় এমভি আবদুল্লাহর দুই পাশে দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে।

মুক্ত হওয়া একজন নাবিক তার পরিবারের সদস্যদের জানিয়েছেন, ছোট বিমান থেকে জাহাজের পাশে পানিতে ডলারভর্তি ব্যাগ ফেলা হয়। বিমানটি চক্কর দিতে দিতে ব্যাগ তিনটি ফেলা হয়। জাহাজের পাশে আগে থেকেই স্পিডবোটে করে অপেক্ষায় ছিল দস্যুরা। একে একে ব্যাগগুলো ফেলার সময় চিৎকার করে উল্লাস করছিল তারা। ডলারভর্তি ব্যাগ পানি থেকে সংগ্রহ করে তারা চলে যায়।

শনিবার বিকেলে মুক্তিপণের অর্থ পেলেও দস্যুরা তাৎক্ষণিক জাহাজ থেকে নেমে যায়নি। ধারণা করা হচ্ছে, জলে-স্থলে নজরদারি এড়াতেই গভীর রাতে দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। মুক্তিপণের অর্থ পরিশোধের সময় জিম্মি জাহাজটির অদূরে ছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আবার স্থলভাগে ছিল সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশের টহল।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানান, দর-কষাকষি চূড়ান্ত হওয়ার পরই মুক্তিপণের অংক পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। দস্যুরা নগদ ডলার ছাড়া নাবিকদের মুক্তি দেয় না। সেজন্য উড়োজাহাজে করে ডলার পৌঁছে দিতে হয় জিম্মি জাহাজের পাশে।

এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান কেএসআরএম জানায়, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক আগামী ২০ এপ্রিল দেশে ফিরতে পারেন। ১৯ এপ্রিল দুবাই পৌঁছাতে পারে জাহাজটি। সেখান থেকে তারা উড়োজাহাজে আসবেন চট্টগ্রামে।

এর আগে, ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার গদভজিরান জেলার জেফল উপকূলের কাছে নিয়ে যায় দস্যুরা। ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণের দাবি জানায়। প্রায় দুই সপ্তাহ দর-কষাকষির পর মুক্তিপণের অংক চূড়ান্ত হয়।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৯ লাখ পশু : প্রাণিসম্পদমন্ত্রী
৪৮ ঘণ্টা অস্বস্তিতে ভুগবে ৫ বিভাগের মানুষ
তাপদাহ পেরিয়ে যাত্রা শুরু মধু মাসের
বাংলাদেশ ব্যাংক: নতুন করে রিজার্ভ চুরির খবর ভুয়া
হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
তাপপ্রবাহ নিয়ে যে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

জাতীয় এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫