আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ।
রবিবার (১৭ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ বিষয়ে জানিয়েছে।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার এ হামলার ঘটনাটি ঘটেছে। বোমা দুটি নেতানিয়াহুর বাড়ির বাগানে গিয়ে পড়েছে। হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রবিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘এ ঘটনা সব সীমারেখা (রেডলাইন) অতিক্রম করে গেছে।’
তিনি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে আহ্বানও জানিয়েছেন।
এর আগে গত অক্টোবর মাসে নেতানিয়াহুর সিজারিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। এ সময় ওই বাড়ির শোবার ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সে হামলার দায় স্বীকার করেছিল। সে হামলার সময়ও নেতানিয়াহু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
সূত্র: আলজাজিরা