গ্রেফতার করলেই আন্দোলন শেষ হবে না। একজন গ্রেফতার হলে আরেকজন দায়িত্ব নিবে। যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচার শিশু কল্যান পরিষদের মিলনায়তনে জিয়াউর রহমান সমাজ কলান পরিষদের আলোচনা সভায় তিনি এ দাবি করেন। খোকন বলেন, বিএনপিকে মোকাবেলা করার ক্ষমতা নেই বলেই নিরপেক্ষ পরিবেশে ভোট দিচ্ছে না সরকার।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে এটিকে নির্বাচনের নামে প্রহসন হিসেবে অভিহত করেন ব্যারিস্টার মাহবুব। অভিযোগ করেন, পৃথিবীর কোথাও এমন নির্বাচনের নজির নেই।
তিনি আরও বলেন, সরকারই ২৮ অক্টোবরের ঘটনা ঘটিয়েছে। তাই পুলিশকে বাদ দিয়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে দিয়ে ওইদিনের সংঘাত-সহিংসতার ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি।