আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পূর্বঘোষিত তারিখ পিছিয়েছে। এরই মধ্যে দেশটির দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি রেজুলেশন পাস হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে পাস হওয়া রেজুলেশনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কথা বলা হয়েছে। ফলে আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার রেজুলেশন পাস করা হয়েছে।
এতে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা সলঙ্গী এবং পাকিস্তানের মুসলিম লীগ-এন এর সিনেটর আফনান উল্লাহ খান বিরোধীতা করেন। পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে ১০০ জন সদস্য থাকলেও শুধুমাত্র ১৪ জন আইনপ্রণেতার উপস্থিতি এই রেজুলেশন পাস কারা হয়েছে।
সংসদে সিনেটর দেলোয়ার খান আইনটি উচ্চস্বরে পাঠ করেন। এতে তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রত্যেক নাগরিকের ভোট দানের অধিকার রয়েছে। এছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন করতে বাধ্য।