হাবিবুর রহমান ভূঁইয়া
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কয়েক শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার, মেহার স্টেশন, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার পর্যন্ত জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল বাশার।
জানাযায় , সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথবাহিনী সহযোগিতা করেছে।
ওয়ারুক বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ওয়ারুক বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু কয়েকদিন পর আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় এর ফলাফল আর পাওয়া যায় না।
তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের কথা টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী রাতে ও সকালে তাদের স্থাপনা ভেঙে মালামাল সরিয়ে নিয়ে যান।
প্রসঙ্গত, এর আগে গত ১১ নভেম্বর (সোমবার) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সওজ এর সড়ক বিভাগের উদ্যোগে অবৈধ স্হাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সড়কের অন্যান্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।