নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সবুর মণ্ডল। তাকে সরকারের আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) পদ থেকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষারিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) সৈয়দ রবিউল আলমকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছে।