Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

আওয়ামীলীগ একটি অনুভূতির নাম: এমপি মুহম্মদ শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হয়েছে।

২৩ জুন বুধবার দুপুরে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ একটি অনুভূতির নাম। বাঙ্গালি জাতির ইতিহাসের প্রতিটি স্মরনিয় ঘটনার সাথে এই রাজনৈতিক দলটি জড়িত। আওয়ামীলীগের জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটি সময়ে দেশের মানুষের হিতে কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং সর্বশেষ তার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার । তাই শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বঙ্গবন্ধুর প্রগাঢ় নেতৃত্বের কারণে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা উন্নত দেশের সারিতে উন্নিত হওয়ার পথে ধাবিত হচ্ছি। ৭২ বছরের এই রাজনৈতিক দলটি আজো দেশের গণমানুষের দল। এই দলটিকে সামনে এগিয়ে নিতে হলে নেত্রীর মতো সকল নেতাকর্মীকে পরিশ্রম করতে হবে। আমাদের মনে রাখতে হবে দলের ক্ষতি করার জন্য ঘর শত্রু বিভিষণ দলের ভিতরে বসেই কাজ করছে। তারা যেন হীনস্বার্থ চরিতার্থ করতে না পারে এই জন্য আমাদের আওয়ামীলীগ, যুবলীগসহ সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। গত দেড় বছর ধরে করোনায় সারা বিশ^ থেমে গেলেও আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণে আমরা এখনো পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভাল আছি। আজকে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে দলকে এগিয়ে নিতে সকলে একযোগে কাজ করার শপথ নেয়ার অঙ্গিকার করতে হবে।

উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম হাচান তাবাচ্চুম এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বাহার উদ্দিন এর পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামীলীগ নেতা আ: আজিজ, পৌর আওয়ামীলীগ নেতা মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পুতুল সরকার, যুবলীগ নেতা রাসেল আহমেদ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে আওয়ামীলীগের ৭২তম জন্ম উৎসব পালন করেন নেতাকর্মীরা।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
মানুষ পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাইছে বিএনপি-জামায়াত: ড.আব্দুর রাজ্জাক
তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে, এতো সহজ নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে বিশাল মিছিল
অশিক্ষিত-মূর্খদের হাতে বাংলাদেশ চলতে পারে না: প্রধানমন্ত্রী
এই সরকারকে ক্ষমতাচ্যুত না করে ঘরে ফিরে যাবো না: ড. জালাল উদ্দিন
শাহরাস্তিতে বিএনপির ৪৫ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজনীতি এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।