চাঁদপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের ( চাঁদপুর সদর-হাইমচর) আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কার প্রার্থী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মনোনয়ন ফরম দাখিল করেন।
২৯ নভেম্বর বুধবার হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর নিকট মনোনয়ন ফরম দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনের এসডু পাটওয়ারী, এডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি এম এ বাশার, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিম দেওয়ান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মু্ন্না, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রহমান টুটুল,প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম।
জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজি লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান প্রমুখ।