Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

চাঁদপুর-৫ আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন।

এর মধ্যে বুধবার সকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের কাছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্রপ্রার্থী গাজী মাঈনুদ্দীন, দুপরে মনোনয়নপত্র দাখিল করেন মুক্তিজোটের প্রার্থী আক্তার হোসেন (ছড়ি), বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ (চেয়ার), বিকেল ৪টায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া, একই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকমর্তা মো. হুমায়ন রশিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মকবুল হোসেন (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ফিরোজ, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (একতারা) এবং জাসদ এর দলীয় প্রার্থী মো. মনির হোসেন মজুমদার।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
দিনে এক কেজি মরিচ খান নদীয়ার শেখর সিকদার
শাহরাস্তিতে পায়ুপথ থেকে বের করা হল ডাব!
অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
জনগণের ওপর প্রতিশোধ নিতেই সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে চাচ্ছে : রিজভী
নোয়াখালীতে খতনায় ভুল, চিকিৎসককে সেন্টমার্টিনে বদলি
বাংলাদেশ আজ চরম অন্ধকারে নিপতিত: রিজভী

অন্যান্য এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫