শাহরাস্তি প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক নিয়ে এক কাউন্সিলরের ভগ্নিপতি মিলন মিয়াকে ৫৫ আটক করেছে পুলিশ। সোমবার ৩টায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও শাহরাস্তি থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সটিম একটি অভিযান পরিচালনা করেন। এ অভিযানে শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক ছফিউল্লাহ মেম্বার (দাইমুদ্দিনের বাড়ি) হতে এ মাদক কারবারিকে আটক করা হয়। শাহরাস্তি উপজেলার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এবং চাঁদপুর ও শাহরাস্তি থানার একদল পুলিশের সমন্বয়ে একটি টিম এই অভিযান চালায়। ওই সময় মাদক কারবারি মিলন মিয়ার ঘর থেকে ১৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মাদক কারবারি মিলন মিয়াকে ১ হাজার টাকা জরিমানা এবং ৩ মাস জেল প্রদান করে তাকে আদালতে সোপর্দ করেন। আসামি মিলন মিয়া শাহরাস্তি পৌর কাউন্সিলর মিজানুর রহমানের ভগ্নিপতি এবং মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের লদের বাড়ির মৃত দলিল মিয়ার পুত্র।
এ প্রসঙ্গে স্থানীয়রা জানায়,মিলন মিয়া একজন অটোচালক ও কবিরাজি ব্যবসায় জড়িত । ওই পেশাকে পুঁজি করে মাদকের ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত সে। এর পূর্ব সে কয়েকবার মাদক নিয়ে আটক হয়ে আবার জামিনে এসে এই ব্যবসায় জড়িত রয়েছে।