শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (ভিজিটর) কে শ্লীলতাহানির অভিযোগে ২ জনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ। আটককৃতরা হলেন মো: শাহজালাল (৩০) পিতা: আক্তারুজ্জামান গ্রাম : সূচীপাড়া, মোহাম্মদ ইয়াসিন হোসেন বাপ্পী (২৪) পিতা: মো: শাহজাহান, গ্রাম : দৈকামতা। মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানায়, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর রাজিয়া সুলতানা (২৮) স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি তার বাসায় ডুকে পড়ে ৩ বখাটে ইয়াসিন হোসেন বাপ্পি, মো: শাহজালাল ও মো: সাকিব (২৫)। এ সময় বখাটে যুবকরা তাকে অনৈতিক কাজের উদ্দেশ্য টানা হেছড়া ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে তিনি মোবাইলে ৯৯৯ ফোন করে বিষয়টি অবগত করলে শাহরাস্তি মডেল থানা পুলিশ বখাটেদের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ২ বখাটে বাপ্পি ও শাহজালালকে আটক করতে সক্ষম হলেও, অপর আসামি সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে সূচীপাড়া উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (ভিজিটর) রাজিয়া সুলতানা (২৮) জানান, বেশ কিছুদিন যাবৎ বখাটে ৩ যুবক রাব্বি, শাহজালাল, ও সাকিব আমাকে বিভিন্ন ভাবে শ্লীলতাহানির চেষ্টা করছে। গত ২৩ ডিসেম্বর দুপুর ২: ২০ মিনিটে সূচীপাড়া স্বাস্থ্য কেন্দ্রের ভিতর ঔষধের কথা বলে জোর পূর্বক স্বাস্থ্য কেন্দ্রের ভিতর প্রবেশ করে। তাদের গতিবিধি খারাপ দেখে আমি দৌড়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে বের হওয়ার চেষ্টা করলে, বখাটে বাপ্পি আমাকে ঝাপটে ধরে টেবিলের উপর ধাক্কা মেরে ফেলে দেয়। পরে ডাক চিৎকারের একপর্যায়ে তারা ক্লিনিক থেকে বের হয়ে পালিয়ে যায়। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ৩ বখাটে কৌশলে বাসায় ডুকে টানাহ্যাঁচড়া শুরু করলে ৯৯৯ ফোন দিয়ে, ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে ৩ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আমি আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করছি। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি থানার মামলা নং ০১তাং ০১.০১.২০২৪ ইং। ১ জানুয়ারী সোমবার।দুপুরে সহকারী পুলিশ সুপার( কচুয়া সার্কেল) মোহাম্মদ রিজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার (ওসি তদন্ত) মোঃ খাইরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।