ফেনী শহরের একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ইটালি ভবনে এ দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন- আশিস কুমার (৪০), তার ছেলে রিক (৭) ও স্ত্রী টুম্পা (৩০)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ইটালি ভবনের একটি ফ্লাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন আশিস কুমার (৪০) নামে এক ব্যক্তি। তিনি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বাসায় থাকা ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আশিস কুমারসহ তার স্ত্রী ও শিশুপুত্র দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।