যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, সেক্ষেত্রে বিএনপি নেতাদের ওপরও হয়তো মার্কিন ভিসানীতি আরোপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এতে মার্কিন প্রতিনিধিদলের তিনজন সদস্য অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে বিএনপি নেতাদের ওপর এই মুহূর্তেই তা আরোপ করা উচিত। মার্কিন ভিসানীতির আলোকে নিষেধাজ্ঞা আরোপ করলেও মার্কিনীরা নাম প্রকাশ করবে না। সেক্ষেত্রে বিএনপি নেতাদের ওপরও ভিসানীতি হয়তো ইতিমধ্যে আরোপ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন খুবই শক্তিশালী। আচরণবিধি ভঙ্গের ভয়ে কোনো কথা বলা যাচ্ছে না। নির্বাচনী প্রচার চালানো যাচ্ছে না। অথচ আরেক দল নির্বাচন না হওয়ার জন্য লিফলেট বিতরণ করছে। তাই অন্যান্য দলের ওপরও নির্বাচন কমিশনের কড়াকড়ি আরোপ করা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।
উল্লেখ্য, মার্কিন প্রতিনিধিদলের মধ্যে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ এবং আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।