দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি।
তিনি চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে তার দলীয় প্রতীক চেয়ার নিয়ে নির্বাচন করেছেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ পেতে হয়।সেক্ষেত্রে বাহাদুর শাহ তা পাননি ফলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।
জানাযায়, বাহাদুর শাহ চাঁদপুর -৫ আসনে নির্বাচন করে ৭ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।এরমধ্যে তার নিজ উপজেলা হাজীগঞ্জ থেকে পেলেন ৪ হাজার ৫৯৫ ভোট।অপরদিকে শাহরাস্তি উপজেলা থেকে পেলেন ২ হাজার ৫৪৯ ভোট।
ওয়ারুকের স্হানীয় এক ভোটার জানান,লোকমুখে বাহাদুর শাহর অনেক মুরিদান ও ভক্ত বৃন্দের কথা শোনাযায়! যারা প্রায় সময়ই তাকে নিয়ে অনেক উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করে। পীর হিসেবে এলাকার ওয়াজ মাহফিলেও তার সরব উপস্থিতি থাকে।কিন্তু তিনি এত কম ভোট কি করে পান? তাহলে যারা তাকে পীর মানে,তারা কি তাকে ভোট দেয়নি?একজন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তির অর্থাৎ চেয়ারম্যানের জামানত বাজেয়াপ্ত হয় এটা হাসির খোরাক সৃষ্টি করে!