সানা জাভেদকে বিয়ে করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর জানান শোয়েব। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছে শোয়েব ও সানিয়ার পরিবার। তবে শুরুতে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ভারতের টেনিস তারকা সানিয়া।
অবশেষে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে সানিয়ার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে জানিয়েছেন কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’
বিবৃতিতে সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধ জানিয়ে আরো বলা হয়েছে, ‘তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’
শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন।
প্রসঙ্গত, গত পরশু বাংলাদেশ প্রিমিয়ার খেলতে বাংলাদেশে এসেছেন শোয়েব মালিক। বাংলাদেশে বসেই গতকাল শনিবার তৃতীয় বিয়ের খবর দেন পাকিস্তানের এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্ত্রীর দুইটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন শোয়েব মালিক।