চাঁদপুরের শাহরাস্তিতে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বেপারি বাড়ি থেকে মো. ওবায়দুল হক নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যান।ওই সময় তার স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে হারিয়ে যাওয়া বৃদ্ধের নামে লিফলেট ও বিজ্ঞাপন বিতরণ করে। ওই বিজ্ঞাপনে বলা হয় তার গায়ের রং কালো, উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি, পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গী, চিকন স্বাস্থ্য, মাথার চুল পাকা। স্মৃতি শক্তি কম।
এদিকে সোমবার বিকেলে স্থানীয়রা পার্শ্ববর্তী পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। ওই সংবাদ পেয়ে পুলিশ গড় রাস্তার পরিদর্শন করে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, পুলিশ মরদেহদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।