Header Border

ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

তীব্র তাপমাত্রা, ট্রেন ধীরে চলাচলের নির্দেশ

oplus_2

তীব্র তাপমাত্রার কারণে রেলপথে ট্রেন চলাচলের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার দুপুর থেকে পূর্বাঞ্চলীয় বিভিন্ন রেলপথে নির্দেশিত গতি অনুযায়ী ট্রেন চলাচল করতে বলা হয়। এতে নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন চলাচল করতে কিছুটা বিলম্ব হতে পারে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, লাইনের ওপর সাধারণত ৪৫ থেকে ৪৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকলে সহনীয় ধরা হয়। তাপমাত্রা এর বেশি হলে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। যে কারণে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। শনিবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে ৪৮ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। যে কারণে দুপুর থেকে বিকেল নাগাদ ঐ পথের আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচলে গতি কমিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।

আখাউড়া রেলস্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মেহেদি হাসান তারেক জানান, তার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম পথের আখাউড়া থেকে আশুগঞ্জ ও আখাউড়া-সিলেট পথের শায়েস্তাগঞ্জ স্টেশন নাগাদ গতি কমিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়। দুপুর ১২টা থেকে ৫টা নাগাদ যাত্রীবাহী ট্রেন সর্বোচ্চ ৪০ কিলোমিটার ও মালবাহী ট্রেন সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলার নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, তীব্র তাপমাত্রার কারণে রেললাইন বেঁকে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এ নির্দেশনা জারি করা হয়েছে। ফলে কিছুটা বিলম্বে ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, গরম পড়ার আগেই চলতি বছরের ৩ মার্চ পূর্বাঞ্চল রেলপথের সিলেট-আখাউড়া সেকশনের আজমপুর রেলস্টেশন পাড় হয়ে প্রায় ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, আহত অনেক
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সুসংবাদ
হাসপাতালের পথে খালেদা জিয়া
রেকর্ড ভেঙে যশোরে ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা
ভাঙলো ৭৬ বছরের তাপপ্রবাহের রেকর্ড
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি, নতুন চেয়ারম্যান নিয়োগ

জাতীয় এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫