চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো ১৪টি বসতঘর।এ সময় আগুন নিভাতে গিয়ে ২ ফায়ার সার্ভিসের কর্মী সহ ৪ জন আহত হয়েছেন।
রবিবার (১২ মে) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই বাড়ির আব্দুল আজিজ মিন্টুর বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ঘরটিতে কেউ ছিল না। পার্শ্ববর্তী ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ২ টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার মধ্যেই ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পুড়ে যাওয়া বসতঘর গুলোর মধ্যে রয়েছে, আব্দুল আজিজ মিন্টু , নবীর হোসেন , নুরুল আমিন, পরল আমিন, বেলায়েত হোসেন, মনির হোসেন, আব্দুল মালেক, আব্দুল খালেক, সোহেল হোসেন, জয়নাল হোসেন, শহিদ হোসেন, রশিদা খাতুন, মজিদুল হক ও রফিকুল ইসলামের বসত ঘর।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ নুরুল আমিন জানান, তিনি ৮ মে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন, আগুনে বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন মালামাল টাকা ও মালেয়শিয়ায় রিংগিত পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, তার অপর তিন ভাইয়ের বসত ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।
প্রথমে আগুনের সূত্রপাত হওয়া আব্দুল আজিজ মিন্টুর স্ত্রী ফাতেমা বেগম জানান, তিনি এসময় কিস্তির টাকা দিতে তার মেয়েকে নিয়ে হাজিগঞ্জ বাজারে ছিলেন সেখানে সংবাদ পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। তিনি জানান, এসময় তার স্বামী মিন্টু কৃষি জমিতে ছিলেন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, ফায়ার সার্ভিসের কর্মী শাহান মিয়া, রনি আহমেদ। ক্ষতিগ্রস্ত পরিবারের আঃ আজিজ মিন্টু ও এলাকার হাবিব উল্লাহর ছেলে সোহাগ হোসেন।
শাহরাস্তি ফায়ার স্টেশনের টিম লিডার আবু হাসান খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সংবাদ পেয়ে শাহরাস্তিতে সফরে থাকা স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাদের পাশে থেকে সহযোগীতার আশ্বাস দেন।