চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মোঃ মমিনুল হক। তিনি পৌর এলাকার উপলতা ও মেহের কালিবাড়ি বাজার,মেহের দক্ষিণ-উত্তর ইউনিয়নের ভোলদীঘি ও কাঁকৈরতলা বাজার,রায়শ্রী দক্ষিণ-উত্তর ইউনিয়নের বেরনাইয়া ও উনকিলা বাজারসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বাহিরে ঘুমিয়েছে সেই ভাবে কয়েকদিন চিহ্নিত নেতারা ঘুমিয়ে আসুন তাহলে বুঝবেন বাহিরে ঘুমানোর যন্ত্রণা কত কঠিন । অতিতে আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতেও পারেনি। মামলা হামলা দিয়ে অনেক হয়রানি ও নির্যাতন করা হয়েছে। যারা অতিতে অপরাধ করেছেন আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। তবে নিরপরাধ কোন আওয়ামী নেতা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও বলবো প্রতিহিংসা পরিহার করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী,অধ্যাপক মোজাহের ইসলাম, আবুল কালাম আতাহার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাউসার,সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পাটোয়ারী,পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল,ইকবাল হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম , সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক। রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপি নেতা আব্দুস সাত্তার,মাহবুব আলম, মেহের-রায়শ্রী উত্তরের বিএনপি নেতা লোকমান হোসেন, আক্তার হোসেন,পৌর বিএনপি নেতা, মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া
শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। এছাড়া তিনি দুপুরে পৌর শহর মেহের কালিবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা প্রয়াত রেদওয়ান হোসেন পাটোয়ারীর কবর জিয়ারত করেন।