চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গত এলাকায় পানিবন্দি মানুষের তথ্য সংগ্রহ করে ফুডপ্যাক(ত্রাণ) সহায়তা পৌঁছে দিচ্ছেন তরুণ সমাজকর্মী ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। তিনি শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
সপ্তাহব্যাপী শাহরাস্তি ইউথ ফোরামের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বন্যাদুর্গত চিতোষী,মনিপুর,আলোকদিয়া,রঘুরামপুর,বেরনাইয়া,কেশরাঙ্গা,শোরশাক,রাগৈ,টামটা,কুলশি,খোর্দ্দ,সংকরপুর এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ করা হয়। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন, বিস্কিট,স্যানেটারি ন্যাপকিন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
এছাড়া ও শাহরাস্তি ইউথ ফোরামের সদস্যরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বন্যার্তের বাড়িত রান্না করা খাবার ও বিতরণ করেন।
ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা জানান, বন্যা কবলিত এলাকায় প্রথম থেকেই ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে শাহরাস্তি ইউথ ফোরামের সদস্যবৃন্দ। এরই অংশ হিসেবে আমরা উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে বিশেষকরে ডাকাতির নদীর দক্ষিণপাড়ে প্রবেশ করি ও বানভাসি মানুষের মাঝে ফুডপ্যাক (ত্রাণ) বিতরণ করি।
এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন শাহরাস্তি ইউথ ফোরামের সিনিয়র সহসভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া লিট,সহসভাপতি মোঃ কামরুল হাসান,সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন স্বপন,যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সৌরভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনজুরুল হাসান সৈকত,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক মোঃ ফুয়াদ হাসান শাওন,সদস্য গাজী নাবিদ ও জাবেদ প্রমুখ।