মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই বিএনপির কর্মী।
আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপিকর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এ নিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গদিতে তিনি ও তার চাচাসহ কয়েকজন বসেছিলেন। এ সময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের কোপায়।
মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।