Header Border

ঢাকা, বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
শিরোনাম :
শাহরাস্তি উপজেলার নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন ইঞ্জিঃ মকবুল হোসেন পাটওয়ারী চাঁদপুরের তিন উপজেলায় হুমায়ুন-হেলাল-মকবুল চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ: হৃদয়ের ফিফটিতে টাইগারদের দেড়শ শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ইঞ্জিঃ মকবুল, ভাইস চেয়ারম্যান হলেন মিলন ও হাসিনা  নাটোরে বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপের প্রচার শেষ, কাল ভোট ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার উপজেলা পরিষদ নির্বাচন: শাহরাস্তিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব সম্পাদক ফয়সাল

বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম- ই একমাত্র সমাধান এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।

তিনি বলেন, বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনে নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ সেলিম হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নুর।

জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজুর রহমান।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ। এছাড়াও সম্মেলনে বিভিন্ন সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন কে কেন্দ্র করে জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে শুরু করে।

সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২৪ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির ঘোষণা করেন। এতে সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সহ-সভাপতি জি.এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক ডি.এম ফয়সাল।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রূপের ঝলক
নির্বাচন বর্জনের দাবীতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ
শাহরাস্তিতে ওমর ফারুক রুমির সাংবাদিক সম্মেলন
জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে : রুহুল কবির রিজভী
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে : ওবায়দুল কাদের
আবারও জনগণ জেগে উঠবে : জয়নুল আবদিন ফারুক

রাজনীতি এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫