ক্রীড়া প্রতিবেদক
রংপুরের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল লিটন দাস ও তানজিদ হাসান তামিম। জনসন চার্লস ও জেসন রয়ের অভাব বোধ করতে দেননি তারা। তবে রংপুর রাইডার্সের ত্রাতা হন মাহেদি হাসান। পরে যোগ দেন খুশদিল শাহ। ৬৫ রান অবধি উইকেট না হারানো ঢাকা পড়ে ব্যাটিং ধসে। এরপর আর ম্যাচেও ফিরতে পারেনি। রাইডার্সদের ১৯১ রানের জবাবে শেষ অবধি ১৫১ পর্যন্ত যেতে পারে শাকিব খানের মালিকানাধীন দল।
বিপিএলের উদ্বোধনী দিনে দুটি ম্যাচেই মেলে রানের পসরা। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচে দুর্বার রাজশাহীর দুইশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করে জেতে ফরচুন বরিশাল। সোমবার দিনের দ্বিতীয় খেলায় অবশ্য রানতাড়ায় দেড়শ পার করতে পারেনি ঢাকা। নুরুল হক সোহানের দল তাতেই পায় ৪০ রানের দাপুটে জয়।
এদিন ম্যাচের শুরুতেই ঝড়ের আভাস দিয়েছিলেন রংপুর রাইডার্সের দুই ওপেনার স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলস। তবে বেশিদূর যেতে পারেননি। ৭ বলে ১৪ রান করা টেলরকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে এনসিএলের শীর্ষ উইকেটটেকার আলাউদ্দিন বাবু ফেরান হেলসকে (৫)। ২০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন সাইফ ও ইফতিখার। তারা দুজনে মিলে যোগ করেন ৮৯ রান।
শুরুর ধাক্কা সামলে রংপুরকে এগিয়েও নিয়েছেন তারা। সাইফের বিদায়ে ভাঙে তাদের দুজনের জমে ওঠা জুটি। আলাউদ্দিনের বলে ফারমানউল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন ৩৩ বলে ৪০ রান করা ডানহাতি এই ব্যাটার। একটু পর ফেরেন ইফতিখারও। পাকিস্তানের এই অলরাউন্ডার খেলেছেন ৩৮ বলে ৪৯ রানের ইনিংস। ইফতিখার ফিরলেও রানের গতি সচল রেখেছিলেন খুশদিল ও সোহান। ফেরার আগে ছয়টি চারে ১১ বলে ২৫ রানের ক্যামিও খেলেন সোহান। শেষদিকে মুস্তাফিজকে ২ ছক্কা মেরে রংপুরকে বড় পুঁজি এনে দিয়েছেন খুশদিল।
জবাবে দারুণ ওপেনিং জুটি পাওয়া ঢাকা হঠাৎ পড়ে ব্যাটিং ধসে। রাইডার্সদের হয়ে একাই চার উইকেট নিয়েছেন মাহেদি হাসান। নিজের কোটার চার ওভারে ডানহাতি স্পিনার খরচ করেছেন ২৭ রান। খুশদিল শাহ নিয়েছেন দুটি উইকেট। ২৯ রান খরচায় সাইফুদ্দিন ফিরিয়েছেন একজন ঢাকার ব্যাটার। এদিন ঢাকার ধসের শুরু ইনিংসের সপ্তম ওভারে। এরপর ধুঁকতে ধুঁকতে দেড়শ ছাড়ালেও জয় আসেনি ঢাকার।
থিসারা ব্রিগেডের হয়ে ওপেনিংয়ে ৩০ রান করেন তানজিদ হাসান। আরেক ওপেনার লিটন দাসের ব্যাটে আসে ২৭ রান। বাকিদের কেউ পারেনি ২০ রানের গণ্ডি পেরোতে। অধিনায়ক থিসারার ৮ বলে ১৭ এবং শেষদিকে মুকিদুলের ১৮ আর নাজমুল ইসলামের ১২ রানে ৯ উইকেট হারিয়ে ১৫১ পর্যন্ত যেতে পারে ঢাকা।