Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

অন্য রকম এক বিয়েতে মাতলেন গ্রামবাসী

শেরপুর প্রতিনিধি

শেরপুরে এক অন্যরকম বিয়ে উদযাপন করেছেন এলাকার  মানুষ। ৩ ফুট উচ্চতার বর খোরশেদ আলমের বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। দুই শতাধিক পাত্রী দেখার পর ঠিক হয় এ বিয়ে। জাঁকজমকপূর্ণ এ বিয়েতে অতিথিও ছিলেন সাড়ে ছয়’শ জন।এমন আয়োজনে খুশি স্থানীয়রা। আর এ দম্পতির জন্য দোয়া চাইলেন স্বজনরা।

 

এরা হলো সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামের মাখন মিয়ার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার বড় খোরশেদ আলম। আর খোরশেদ বিয়ে করেছেন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার বাচ্চু মিয়ার মেয়ে খাদিজা আক্তার বর্ষাকে।

এর আগে শনিবার (১২ আগস্ট) তার নিজের বাড়িতে হয় বৌভাত অনুষ্ঠান।

খোরশেদের মামা দুলাল উদ্দীন (৫০) বলেন, ‘জন্ম থেকেই  আমার ভাগিনা শারীরিক প্রতিবন্ধী। ২৮ বছর বয়সি খোরশেদের দৈহিক উচ্চতা মাত্র ৩ ফুটের মতো। ছোটসময় স্থানীয় একটি স্কুলে ভর্তি করালে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। পরে অভাবের সংসারে আর পড়ালেখা করানোর সুযোগ হয়ে ওঠেনি। সংসারের হাল ধরতে অনেকটা বাধ্য হয়েই জীবিকার তাগিদে ১৪ বছর আগে মোটরসাইকেলের গ্যারেজে কাজ নেন। কিন্তু সেখানেও বিপত্তি। খর্বাকৃতির হওয়ায় ভাগিনাকে প্রথমে কেউ গ্যারেজে নিতে চায়নি। কারণ হিসেবে মিস্ত্রিরা বলেছে, তাকে দিয়ে ত আর মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দেওয়ানো যাবেনা। পরে ঘুরতে ঘুরতে আমিনুল ইসলাম নামে একজন গ্যারেজ মালিকের কাছে আশ্রয় পান। আস্তে আস্তে ভাগিনা মোটরসাইকেলের সব কাজ আয়ত্ব করে নেন। নানা বাঁধা বিপত্তি ডিঙিয়ে নিজে সে এখন নিজে সফল মিস্ত্রি।

খোরশেদের আরেক মামা আবুল হাসেম (৭০) বলেন, ‘আমার বোনের চার সন্তানের মধ্যে একজন মারা গেছে। আর খোরশেদের শারিরীক একটু সমস্যা আছে। বাকি সবাই সুস্থ ও স্বাভাবিক। খোরশেদ নিজেকে পরিবারের বোঝা না রেখে উপারজনক্ষম করে গড়ে তুলেছেন। তার আয়ে আমার বোনের সংসার চলছে। তার এমন বিয়েতে আমরা খুব খুশি।’

খোরশেদের খালাতো ভাই সাকিব আল হাসান বলেন, ‘আমরা খোরশেদ ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করেছি। আমরা কখনো ভাবিনি যে, ভাইয়ের বিয়ে এতো জাঁকজমকভাবে হবে। কমপক্ষে হাজার খানেক মানুষ দেখতে এসেছে। বিয়েতে মেহমানই ছিলো সাড়ে ছয়’শ জন। আর শহরের বিভিন্ন মহল্লার উৎসুকদের ভিড় যেন কমছেই না। সবাই খুব আনন্দিত। ভাবিও খুব চমৎকার মানুষ। আশা করি তাদের দাম্পত্য জীবনে সুখি হবে।’

খোরশেদের খালাতো ভাই দিপু মিয়া বলেন, ‘আর আট দশজন বিশেষ চাহিদাসম্পূন্ন মানুষদের মতো খোরশেদ ভাই নয়, সে নিজের কর্মগুণে সফল। তার আয়ে চলে ৬ সদস্যের পরিবারের সংসার। তাই তাদের দাম্পত্য জীবন সুখের জন্য দোয়া চাই।’

খোরশেদের মা খোদেজা বেগম বলেন, ‘আমার চার সন্তানের মধ্যে খোরশেদ সবার বড়। অভাবের কারণে তাকে বেশি পড়াতে পারিনি। সে এখন নিজের পায়ে দাড়িঁয়েছে। আমার বউমা খুব ভালো মেয়ে। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’

খাদিজা আক্তার বর্ষার বাবা বাচ্চু মিয়া বলেন, ‘একসময় আমি ট্রাক গাড়ি চালাতাম। আমার পরিবারে ছয়জন সদস্য। আমার চার সন্তান। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে বর্ষা মেঝো। সজবরখিলার ঘটক বদু মিয়া এ বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তারপর যাচাই-বাছাই শেষে আমরা রাজি হয়। আমি এ বিয়েতে খুব খুশি। সবার কাছে দোয়া চাই তারা যেন সুখি হতে পারে।’

এ বিয়ের ঘটক বধু মিয়া বলেন, ‘খোরশেদকে আমি ব্যক্তিগতভাবে ১০বছর ধরে চিনি। সে খুব ভালো মেকানিক। তবে খোরশেদের বিয়ে এতো সহজ ছিলো না। আমি প্রায় দেড় বছর ধরে পাত্রী খুঁজছি। প্রায় ২ শতাধিক মেয়ে দেখার পর বিয়ে ঠিক করতে পেরেছি। এতো অপেক্ষার পর বিয়েটা করাতে পেরে আমারও খুব খুশি লাগছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।

 

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
১৮ বছর ধরে ভাত খান না কাইয়ুম
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জামিন আবেদন নাকচ, বিএনপি নেতা আমান কারাগারে
জুমার নামাজের ইতিহাস ও ফজিলত
ছাত্রলীগের সমাবেশে ট্রাফিক নির্দেশনা
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

অন্যান্য এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।