ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপ শেষ করে ঘরে মাঠে নামছে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরই মধ্যে সিরিজ খেলতে রোববার ঢাকায় এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ সোমবার অনুশীলন করেছেন তারা।
আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
সিরিজের পরের ওয়ানডে ২৩ সেপ্টেম্বর। এরপর দুই দিনের বিরতি পাবেন ক্রিকেটাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।