চাঁদপুর জেলা সমিতি ঢাকার উদ্যোগে শাহরাস্তিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ প্রতিপাদ্যকে ধারণ করে এ শীত বস্ত্র বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ ।
২৭ জানুয়ারী, শনিবার সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ও দুপুর ২ টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি সফিউল আলম স্বপন, আজীবন সদস্য
ইঞ্জিঃ মুকবুল হোসেন পাটোয়ারী, কার্যনিবার্হী সদস্য আমিমুল এহসান নেয়ামত,ইসমাইল হোসেন সিরাজি,হেলাল উদ্দিন মোল্লা, আজীবন সদস্য হাবিব রায়হান, মনির হোসেন মিরন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জাতীয় পাটির সভাপতি আবদুল মান্নান মোল্লা, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজ এর সদস্য মোহাম্মদ শাহজালাল, মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ পাটোয়ারী, মেহার উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, আওয়ামী লীগ নেতা এমরান হোসেন, আবদুল বারেক, তারেক হোসেন প্রমুখ।
সভায় চাঁদপুর জেলা সমিতি ঢাকার পক্ষ থেকে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ এর নিকট সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়।