চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে প্রাইভেটকারে করে ২০ কেজি গাঁজা পাচারকালে রবিউল হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে হরিনা ফেরিঘাট এলাকায় জাহিদ হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজাসহ হাসানকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী রবিউল হাসান কুমিল্লা সদর দক্ষিণ ১৭নং ওয়ার্ড লালমাই এলাকার আব্দুল জলিলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদুল্লাহ ও হেলাল গোপন সূত্রের ভিত্তিতে হরিনা ফেরীঘাট অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাইভেটকারের পেছনের বক্স খুলে ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। আটক হাসানের সাথে আরেক মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মুহসীন আলম জানান, আটক রবিউল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।