Header Border

ঢাকা, শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)

প্রেমিকের শরীরে আগুন ধরাবে যেসব রাতের পোশাক

শুধু হোটেল-রিসোর্টে নয়, বাড়িতে কিংবা বিশেষ দিনে চমক বজায় রাখুন আপনার রাতের পোশাকেও। তবে রাতের বেলা একটু আরামদায়ক পোশাক না পরলে হয় নাকি? নিজের প্রেমিকের উত্তেজনার পারদ বাড়াতে পরনে থাক এই সব রাত পোশাক। এগুলো যেমন আরামদায়ক, তেমনি আকর্ষণীয়। এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল আবেদনময়ী রাত পোশাকের হদিস।

প্রেমিকের সঙ্গে ছুটিতে ঘুরতে গেলে এই রাতে পোশাক উপযুক্ত। দুরন্ত নকশা। সিল্কের তৈরি। পরতে যেমন আরাম, উষ্ণতা ছড়াতেও জুড়ি মেলা ভার। আপনার দু’জনে নির্জনে বেড়ানোর সঙ্গী হোক এই রাতের পোশাক।

শার্টিনের তৈরি চার রকমের রাত পোশাকের এই সম্ভার কিন্তু খুবই আবেদনময়ী। এই পোশাক পরলে আপনাকে দেখাবে লাস্যময়ী। স্বল্প আলোয় এই পোশাক পরে এসে প্রেমিকের সামনে দাঁড়ালেই তার শরীরে ওম ছড়াবে।

 

শার্টিনের তৈরি এই রাত পোশাক কিন্তু আপনাকে দেবে এক আভিজাত্যের ছোঁয়া। নিজেদের অন্তরঙ্গ সময়ে এই পোশাক পরলে নিমেষে বেড়ে যাবে আপনার আবেদন। উপরের আবরণটি শরীরে দিলে তো আর কথাই নেই।

গাউনের মতো দেখতে শার্টিনের এই রাত পোশাক আজকাল বেশ ট্রেন্ডিং। রাতে স্নিগ্ধ মোহময়ী হতে চাইলে এমন রাত পোশাক শরীর জড়ান। সুতির এই রাত পোশাক পরলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই এটি আরামদায়ক। গরমেও কিন্তু বেশ ভাল এই কাফতান।

ভেতরে ছোট একটি রাত পোশাক, তাও আবার এক রঙা। উপরে নকশা করা স্বচ্ছ জ্যাকেট। আলতো করে বাধা ফিতে দিয়ে। ভেতর থেকে উঁকি মারছে বক্ষ বিভাজিকা। প্রেমিকের সামনে ধরা দেবেন নাকি এমনভাবে?

নীল বা লাল রং যাই হোক না কেন, প্রেমিকের শরীরে আগুন ধরাতে এসব পোশাক খুব খুব কাজে দেয়। ভিতরের গাউনের দুই পাশ এবং বক্ষ বিভাজিকার অংশটি স্বচ্ছ। তার উপরে শার্টিনের এক রঙা জ্যাকেটে আপনি হয়ে উঠবেন দুষ্টু মিষ্টি নায়িকা।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
লাইফস্টাইল কী?
প্রিয়জনকে আলিঙ্গন করলে ডিপ্রেশন কমে
তীব্র ঠান্ডায় শরীর গরম রাখবে যেসব খাবার
যেসব গোপন ইচ্ছা নারীদের থেকে লুকিয়ে রাখেন পুরুষরা
বিয়েতে গায়ে হলুদের প্রচলন কীভাবে
বিয়ের পর নারীরা কেন মোটা হয়?

লাইফস্টাইল এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক: ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,  প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত। বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫