Header Border

ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

টাইগার যুবাদের এশিয়া জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ার কাপের শ্রেষ্ঠত্ব ঘরে তুললো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরি চৌধুরি ও মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলামের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৮২ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাত। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন এবং রোহানাত দৌল্লাহ বর্ষনের বোলিং তোপে ২৫ দশমিক ১ ওভার বাকি থাকতেই মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ১৯৫ রানের বড় জয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন শিরোপা জিতলো বাংলাদেশের যুবারা।

শনিবার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফ মৃধার পেস আগুনে পুড়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৯ রান করা আরিয়ানশ শর্মাকে সাজঘরে ফেরান পেসার মারুফ মৃধা। আরেক ওপেনার আকশাত রায়কেও (২২ বলে ১১) বোল্ড করেন মারুফ।

এরপর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন অপর পেসার রোহানাত দৌলা বর্ষন। একে একে ফেরান তানিশ সুরি (৭ বলে ৬), ইথান ডি’সুজা (৪ বলে ৪) ও প্রতিপক্ষ দলের অধিনায়ক আয়ান আফজাল খানকে (১২ বলে ৫) ।

৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সংযুক্ত আরব আমিরাত। এরপর দায়িত্ব নিজের কাঁধে নেন ইকবাল হোসেন ইমন। ৯ বলে ৬ রান করা ইয়াইন রাইকে বোল্ড করেন। আমার বাদামিকে (গোল্ডেন ডাক) ফেরান জিশান আলমের ক্যাচ বানিয়ে।

মাঝে হার্দিক পাইকে (২০ বলে ৪) বোল্ড করেন শেখ পারভেজ ইমন। আয়মান আহমেদকে রানের খাতা খুলতে না দিয়ে আবার উইকেট তুলে নেন মারুফ মৃধা। শেষ উইকেটে ধ্রুভ পারাশার ও অমিদ রহমান পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

শেখ পারভেজ ইমন অমিদ রেহমানকে শিহাব জেমসের ক্যাচ বানিয়ে ফেরালে উল্লাসে মাতে বাংলাদেশ দল। ২৪.৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতকে ৮৭ রানে গুটিয়ে দেয় টাইগার যুবারা।

এর আগে দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই জিশান আলমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ওপেনার আশিকুর রহমান শিবলী এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে গড়েন ১৩৫ রানের রানের জুটি। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলে আরিফুল ইসলামকে নিয়ে আবারো ৮৬ রানের জুটি গড়েন শিবলী ৪০ বলে ৫০ করে আরিফুল ফিরলেও টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শিবলী, করেন ১৪৯ বলে ১২৯ রান। এছাড়াও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি করেন ১১ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৮২ রান।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ৫২ রান খরচের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন আয়মান আহমেদ। এছাড়াও ২ উইকেট পেয়েছেন অমিদ রেহমান।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
অবশেষে কারামুক্ত হলেন আল্লামা মামুনুল হক
শাহরাস্তিতে পায়ুপথ থেকে বের করা হল ডাব!
থানচিতে পুলিশ-বিজিবির সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
শাহরাস্তিতে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত।

শীর্ষ সংবাদ এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫