চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনার পর মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত,এ এস পি (কচুয়া সার্কেল)রিজওন সাঈদ জিকু,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিজওয়ানা চৌধুরী পরিষদের অন্যান্য সদস্য ও সরকারি কর্মকর্তারা।
উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌরসভার পক্ষে পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের পক্ষে পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন খান, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ।শনিবার সকালে পৌরসভা, থানা, প্রেসক্লাব, সাংবাদিক , শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।এদিন উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত ও অফিসার ইনচার্জ (তদন্ত) খাইরুল আলমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বালক-বালিকাদের ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১১টায় স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ খাইরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা মহসিন পাটোয়ারী, এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিফ উদ্দিন উপজেলা সমবায় অফিসার মোতালেব খান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান উঘারিয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুর রহমান, খিলাবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শুভ্রত্ব।