দেশে বিএনপিসহ বিরোধীদলগুলোকে বাদ দিয়ে পাতানো নির্বাচনের মদদদাতা ভারত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির এ নেতা বলেন, প্রতিবেশী দেশের আমলা, সাংবাদিকসহ পেশাজীবীরা বাংলাদেশে এসে একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন। আর আওয়ামী লীগ বাংলাদেশকে নির্বাচনবিহীন রাষ্ট্রে পরিণত করছে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ নাশকতার ঘটনায় বিএনপিকে জড়িয়ে কল্পিত নাটক সাজাচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী আরো বলেন, গণতান্ত্রিক বিশ্বকে দেখাতে সরকারের ভোট নাটকের সব আয়োজন ভেস্তে যাবে। নির্বাচন ঘিরে সারাদেশে সহিংসতা হলেও কমিশন নীরব এবং কেবল বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছে।
কারাগারে গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মৃত্যু নিয়ে প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।