চাঁদপুরের শাহরাস্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আবু ইসহাক, উপজেলা সহকারী প্রোগ্রামার মো.শাহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
একইদিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানা চৌধুরী। উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান, উপাধ্যক্ষ মো.জিয়াউদ্দিন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সূচীপাড়া ডিগ্রি কলেজের (অবঃ) সহকারী অধ্যাপক মো.আবুল কালাম, মেহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, চিতোষী ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক অমল কান্তি বিশ্বাস, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মো.নূরুল ইসলাম প্রাধানিয়া, সহকারী প্রধান শিক্ষক মো.আবুল কাশেমসহ বিভিন্ন স্কুল, কলেজের প্রধান, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রকল্প উপস্থাপনে বিয়াম ল্যাবরেটরী স্কুল ১ম স্হান, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ২য় স্হান, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় ৩য় স্হান, বিজ্ঞান অলিম্পিয়াড/কুইজ প্রতিযোগিতায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১ম, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ২য়, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ৩য়, বিতর্ক প্রতিযোগিতায় মেহার উচ্চ বিদ্যালয় ১ম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ২য়, উনকিলা উচ্চ বিদ্যালয় ৩য়, এবং সিনিয়র গ্রুপে প্রকল্প উপস্হাপনে মেহের ডিগ্রি কলেজ ১ম, সূচীপাড়া ডিগ্রি কলেজ ২য়, চিতোষী ডিগ্রি কলেজ ৩য়, বিজ্ঞান অলিম্পিয়াড/কুইজ প্রতিযোগিতায় চিতোষী ডিগ্রি কলেজ ১ম, সূচীপাড়া ডিগ্রি কলেজ ২য়, মেহের ডিগ্রি কলেজ ৩য়, বিতর্ক প্রতিযোগিতায় মেহের ডিগ্রি কলেজ ১ম, সূচীপাড়া ডিগ্রি কলেজ ২য় ও করফুলেন্নেসা সরকারি কলেজ ৩য় স্হান লাভ করে।