বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন ২০২৪ সম্পন্ন হয়েছে। ৩ থেকে ৫ ফেব্রুয়ারী পযন্ত প্রেসক্লাবের সদস্যরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে স্মৃতিময় দিনগুলো অনেকেরই স্মরনীয় হয়ে থাকবে চিরন্তন।”এসো উৎসবে আনন্দে মাতি “এ স্লোগানে প্রত্যেকটি সদস্য ছিল আনন্দে মাতোয়ারা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উপর দিয়ে ভ্রমণ ও পরিদর্শন যেন ঐতিহাসিক মুহূর্ত। চট্টগ্রামের পতেঙ্গা বীচ সমুদ্র সৈকত ভ্রমণ কেনাকাটা ছিল চোখে পড়ার মত। আনোয়ারায় পাল্কি বীচ পার্ক স্মৃতিময় ভ্রমণ স্বরনীয় হয়ে থাকবে। বীচে শাহরাস্তি প্রেসক্লাব একাদশ ও চট্টগ্রাম কবির খাঁন প্রপাটির্জ গ্রুপ একাদশ প্রীতি ফুটবল ম্যাচ ছিল আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। ভ্রমণের মূল আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও কাচ্চি। চট্টগ্রাম ডিসি মেলা ছিল সবার জন্য বাড়তি আনন্দের যোগসূত্র। হৈ,হুল্লোড়, হাসির রাজ্য হারিয়ে যাওয়া, সেলফিতে মগ্ন ছিলেন সবাই।
ভ্রমণের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন রোটারিয়ান, সাংবাদিক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হ্নদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সহযোগী সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, ইউসুফ পাটোয়ারী লিংকন, সৈয়দ মোকাদ্দেস হোসেন, মনিরুজ্জামান শান্ত, মোঃ ফিরোজ বেপারী, মাহবুব হাসান বাবলু, ফরিদ পাটোয়ারী, ইউসুপ আলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী শহীদুল্লাহ্ বাদল, সৌদি আরব প্রবাসী হাজী মুনসুর আহমেদ, নাসির উদ্দীন, মোহাম্মদ শামীম, মিজানুর রহমান, প্রমুখ।