চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি (ফার্মেসী) ঔষধ দোকানীকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৬ই ফেব্রুয়ারি,মঙ্গলবার দুপুরে পৌরসভার মেহার কালীবাড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্ট মো: ইয়াসির আরাফাত। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে কালীবাড়ি বাজারের মজুমদার ফার্মেসীকে ২ হাজার টাকা ও লাইসেন্স মেয়াদ নবায়ন না থাকায় ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে মোহাম্মদীয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ ফায়েদুল্লাহ মিয়া, শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) জনি কান্ত দে সহ সঙ্গীয় ফোর্স।আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।