চাঁদপুর শাহরাস্তি উপজেলাস্থ উত্তর ঠাকুরবাজার মিয়াজী ভিলায় সিঙ্গার শোরুম নতুন শাখার উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল এরিয়া ম্যানেজার মোঃ রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিক্ট মেনেজার মোঃ শাহরিয়ার,
সিঙ্গার শোরুম উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর কমিশনার মোঃ কায়কোবাদ আজাদ ও প্রহ্লাদ দে পলু, উদ্বোধনকালে সিঙ্গার কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং ঠাকুরবাজারের স্থানীয় বাজার ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কমিউনিটির নেত্রী বৃন্দ।
দেশ জুড়ে সিঙ্গার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, গ্রাহকদের সেবার কথা চিনতে করেই সেবা দিয়ে থাকেন বলে কোম্পানির পক্ষ থেকে জানিয়েছেন। সিঙ্গার শোরুমে এসে কোন ধরনের সেবা পেতে বা মালামাল ক্রয় করার বিষয়ে জানতে পারবেন যেকোনো সময়। সিঙ্গারের প্রডাক্ট খুব সহজে পেতেই প্রতিটি জেলা ও উপজেলায় শাখা শোরুম উদ্বোধন করা হয়েছে। সেবা নিন নিরাপদে, সিঙ্গার পরিবার আছে আপনাদের পাশে।