চাঁদপুরের শাহরাস্তি পৌরশহরের মেহার কালীবাড়ি বাজারে ২২ এপ্রিল, সোমবার দুপুরে শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো: ইয়াসির আরাফাত। প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এবিষয়ে ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মেমোরিয়াল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও এক্সরে টেকনিশিয়ান না থাকা, হাসপাতালের লাইসেন্স জটিলতাসহ বিভিন্ন অভিযোগে মেমোরিয়াল হাসপাতালকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের টেকনিশিয়ান মো: মাসুদ আলম প্রমুখ।