চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ইঞ্জি: মো: মকবুল হোসেন পাটোয়ারী প্রতীক (ঘোড়া) ও মোঃ ওমর ফারুক প্রতীক ( আনারস) ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান প্রতীক ( উড়োজাহাজ) মো: নূর আলম প্রতীক (তালা) ইমদাদুল হক মিলন প্রতীক ( চশমা) মো: ওমর ফারুক পাটোয়ারী প্রতীক ( টিউওবয়েল), মো: ইব্রাহিম খলিল পন্ডিত প্রতীক (মাইক) বরাদ্দ পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রতীক (হাঁস), হাসিনা আক্তার প্রতীক (প্রজাপতি) , হনুফা আক্তার মৌসুমী প্রতীক (ফুটবল) ও নাজমুন নাহার স্বপ্না (কলস) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর পূর্বে তিনি চাঁদপুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত জামিল সৈকত, শাহরাস্তি পৌর মেয়র আবদুল লতিফ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় আগামী ২১ মে, মঙ্গলবার ২০২৪ ইং ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএমএ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।