শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে হাজীগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পৃথক তিনটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরে নতুন দুটি কমিটি ঘোষণা করা হবে।
একই রাতে চাঁদপুর জেলার অধীনস্থ হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল এবং তাঁদের অধীন ইউনিট ও ওয়ার্ডসহ সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কমিটিগুলো বিলুপ্ত করা হলো।
আরেকটি চিঠিতে হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সব কমিটির বিলুপ্ত ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম। তাঁর চিঠিতে বলা হয়, হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।