হাবিবুর রহমান ভূঁইয়
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শাহরাস্তি উপজেলা প্রশাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র্যালী আলোচনা সভা ভূমিকম্পও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১:৩০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে বিভিন্নগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করে পৌর কমপ্লেক্স প্রাঙ্গনে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন লিডার মোহাম্মদ আবুল হাসান খান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন এএসপি (কচুয়া সার্কেল) রিজওয়ান জিকু, পৌর নির্বাহী কর্মকর্তা (‘ক’–শ্রেণী) মোহাম্মদ তোফায়েল আহমেদ শেখ,
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রধান সহকারি মোঃ নজরুল ইসলাম,প্রকৌশলী হাসানুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মোঃ নোমান হোসেন, ওসি এলএসডি শেখ মুজিবুর রহমান,উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ,শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোঃ জসিম উদ্দিন,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন সমবায় অফিসার মোঃ মোতালেব খান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজওয়ানা চৌধুরী তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশ হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। সব-সময় আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে বসবাস করে থাকি। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে আমাদের অনেক সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে থাকে। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ অনেক সক্ষমতা অর্জন করায় যে কোন দুর্যোগের সময় আগ থেকে মানুষকে সচেতন করার কারনে সম্পদহানি ও ক্ষয়ক্ষতি কম হচ্ছে।তিনি বলেন, আমরা সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।