হাজীগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে শীতের সকালে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ নারী নাজমুন্নাহার (৫০) এর মৃত্যু হয়েছে। তিরি পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ীর সাংবাদিক এসএম মিরাজ মুন্সীর বোন।
পরিবার জানান, ৮ ডিসেম্বর, রোববার ভোররাতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত আগুনে জ্বলসে শরীরের ৪০ ভাগ পুড়ে যায় নাজমুন্নাহারের।এ সময় তার ছেলেও মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিট (প্লাস্টিক সার্জারি) হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।