Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

আকাশে চন্দ্রবিন্দু, আসলে কী ছিল?

গেল ২৪ মার্চ(শুক্রবার) সন্ধ্যায় ঘড়ির কাঁটায় যখন প্রায় সন্ধ্যা ছয়টা তখন আকাশে রমজানের একফালি চাঁদ। কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু। তবে সেটা কী তা বুঝে ওঠার আগেই মুগ্ধ মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ। সঙ্গে হতবাকও। আর হবেই না বা কেন! এমন ‘চন্দ্রবিন্দু’র কথা বইপুস্তকে পড়লেও আজ যে সচক্ষে দেখা!

নয়নভরে চন্দ্রবিন্দু দেখা মানুষগুলো শুধু দেখেই ক্ষান্ত হননি। সোস্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছেন আলোরগতিতে।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে চাঁদের নিচে ওই বিন্দুটি কি? তার তাতেই চাউর হয়েছে নানা রূপকথা, উপকথা।

জানা যায়, ওই বিন্দুটি আসলে শুক্র গ্রহ। চাঁদের গা ঘেঁষে থাকায় তা দেখতে চন্দ্রবিন্দুর মতো মনে হচ্ছিলো।

শুধু বাংলাদেশের আকাশেই নয়। ওপার বাংলার কলকাতায় স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদের গা ঘেঁষে অবস্থান করছিল গ্রহটি।

অ্যাস্ট্রোনমি বিভাগের বিজ্ঞানীরা জানান,  পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে।

কতদিন পর আবারও এমন দৃশ্য দেখা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজ্ঞানীরা।

তারা এও জানিয়েছেন,নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
৫০০ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়
সেঁজুতি সাহাকে বিল গেটসের অভিনন্দন
ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে এআই
চ্যাট লক করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
ফরিদগঞ্জে যুব দিবস পালিত
বিধিনিষেধ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ

তথ্য প্রযুক্তি এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।