চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
মঙ্গলবার (১১ এপ্রিল) জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদেরকে সরকারি সেবার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এরপূর্বে ডিসি হাইমচর উপজেলায় পৌঁছলে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
এইদিন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, হাইমচর থানা, চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস ও ইউডিসি, চরভৈরবী ইউনিয়ন পরিষদ ও চরভৈরবী লঞ্চঘাট পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন, অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।